সিনেমার গানে ‘লাগে উরাধুরা’র নতুন রেকর্ড 

ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত 'তুফান' সিনেমার গান 'লাগে উরাধুরা' প্রকাশের পরই ইন্টারনেটে আলোচনায় এসেছিল। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার গানটি ইউটিউবে বাংলাদেশের ট্রেন্ডিং ছাড়াও গ্লোবাল ট্রেন্ডিংয়েও উঠে আসে। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা।

গানটি ইউটিউবে শুধু চরকির ইউটিউব চ্যানেলেই দুই মাসে এর ভিউ ছাড়িয়েছে ১০০ মিলিয়ন বা ১০ কোটি, যা বাংলা সিনেমার গানের ক্ষেত্রে নতুন রেকর্ড।

ভারতের এসভিএফ চ্যানেলে গানটির ভিউ তিন কোটি দশ লাখের বেশি।

'লাগে উরাধুরা' গানটির কোরাস অংশটি নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের 'মরার কোকিল' গানের সুর থেকে। গানটি লিখেছেন শরীফ উদ্দিন ও রাসেল মাহমুদ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান। পর্দায় গানটিতে  পারফর্ম করেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। সঙ্গে গানে চমক হিসেবে আছেন প্রীতম ও নির্মাতা রায়হান রাফী।

Comments