প্রথম গানেই ‘তুফান’ তুললেন শাকিব-মিমি-প্রীতম

ছবি: সংগৃহীত

প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত 'তুফান' সিনেমার প্রথম গান 'লাগে উরাধুরা'। গানটিতে পারর্ফম করেছেন শাকিব খান ও ভারতের মিমি চক্রবর্তী। গানটির দৃশ্যে কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও পরিচালক রায়হান রাফীকেও দেখা গেছে।

গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। প্রকাশের পরই গানটি দর্শকের মাঝে দ্রুত ছড়িয়ে পড়েছে। গানে শাকিব খানের পর্দা উপস্থিতি, তার নাচের স্টেপ, চেহারায় তারুণ্যের ছাপ নিয়ে উচ্ছ্বসিত দর্শক।

অনেকে আবার বলছেন, গানের মধ্যে শাকিব-প্রীতমের এমন সমন্বয় চোখে লেগে আছে। কেউ কেউ বলেছেন, মিমি চক্রবর্তী নতুন করে আবার আলোচনায় এসেছে গানটির মাধ্যমে।

ছবি: সংগৃহীত

এই গানের প্র‍থম লাইন 'তুমি কোন শহরের ম্যাইয়া গো লাগে উরাধুরা' এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত। গানটি প্রকাশের ২০ ঘণ্টার মধ্যে তিন মিলিয়ন ভিউ হয়েছে ইউটিউবে।

গানটির কথা লিখেছেন শরীফ উদ্দীন ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান।

রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত 'তুফান' মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। এতে মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরসহ আরও অনেকে অভিনয় করেছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ।

Comments

The Daily Star  | English

From chirps to silence

The acrid stench of charred wood and melted plastic still clung to the air as onlookers gathered around the Milestone School and College building in Uttara’s Diabari.

8h ago