জন্মদিন মানে মৃত্যুর কাছাকাছি যাওয়া: ওমর সানী

ওমর সানী। ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত চলচ্চিত্র তারকা ওমর সানীর জন্মদিন আজ ৬ মে।

বিশেষ দিনটি উপলক্ষে তার তিনি বলেন, 'জন্মদিন মানে মৃত্যুর কাছাকাছি যাওয়া। জন্মদিন মানে জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া। জন্মদিন মানে আয়ু কমে যাওয়া।'

'তারপরও জন্মদিন এলে কেমন লাগে?' এই প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, 'ভালোই লাগে। এই দিনে মানুষের ভালোবাসার প্রকাশ ঘটে। মানুষের ভালোবাসা সবসময়ই পাই, কিন্ত জন্মদিন বলে একটু বেশিই পাওয়া যায়। রাত থেকেই  আজকের দিনটির জন্য মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছি।'

জন্মদিনের মাস ওমর সানীর মায়ের মৃত্যুমাসও।

তিনি বলেন, 'সত্যি কথা বলতে মে মাসের ২৩ তারিখ আম্মা মারা যান। সেজন্য জন্মদিন নিয়ে অনুষ্ঠান কিংবা উৎসব টানে না। চুপচাপ থাকতেই পছন্দ করি। মাকে মনে পড়ে।'

'আম্মা মারা যাওয়ার পর জন্মদিন নিয়ে আলাদা কিছু করি না। ইচ্ছে করে না। মন সায় দেয় না', যোগ করেন ওমর সানী।

প্রথমবার জন্মদিনে দেশে নেই তার স্ত্রী নায়িকা মৌসুমী। বেশকিছু দিন ধরে বিদেশে আছেন তিনি।

ওমর সানী বলেন, 'শুধু মৌসুমী নয়, আমার সন্তানরাও বিদেশে। পরিবারের সবাইকে মিস করছি। সবাইকে মনে পড়ছে খুব করে।'

দর্শক ও ভক্তদের উদ্দেশে ওমর সানী বলেন, 'সবাই দোয়া করবেন আমার ও পরিবারের সবার জন্য। সবাই ভালোবাসায় রাখবেন, যেন সুস্থ থাকতে পারি।'

ওমর সানী অভিনীত সোনার চর সিনেমা মুক্তি পায় এবারের ঈদের দিনে। এই সিনেমায় মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ডেডবডি।

ওমর সানী তিনি বলেন, 'ডেডবডি সিনেমার গল্প আসলেই ভালো। আমার চরিত্রটিও অন্যরকম। দর্শকদের ভালো লাগবে।'

 

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

29m ago