লন্ডনে ‘১৯৭১ সেই সব দিন’ দেখে অনেক দর্শক কেঁদেছেন: হৃদি হক
হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা ১৯৭১ সেই সব দিন। মুক্তিযুদ্ধের গল্পনির্ভর এই সিনেমা দেশে যেমন প্রশংসিত হয়েছে, বিদেশেও সাড়া ফেলেছে।
বাংলাদেশ ও কলকাতার সিনেমা নিয়ে সেখানে শুরু হয়েছে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবে অংশ নেওয়ার জন্য হৃদি হক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। ১৯৭১ সেইসব দিন এই উৎসবের উদ্বোধনী শো হিসেবে প্রদর্শিত হয়েছে।
হৃদি হক লন্ডন থেকে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা ১৯৭১ সেই সব দিন লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। এটা আমার জন্য যেমন আনন্দের সংবাদ, একইভাবে বাংলাদেশের সিনেমার জন্যও সুসংবাদ। ২৫ এপ্রিল লন্ডন এসেছি। চলচ্চিত্র উৎসবের জন্যই মূলত আসা। এখানে এসে দারুণ দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে। এটাও আমার জন্য একটা প্রাপ্তি।'
সিনেমাটির জন্য কেমন সাড়া পেলেন জানতে চাইলে হৃদি হক বলেন, 'দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। বাঙালি দর্শক ছাড়াও অনেক ব্রিটিশ দর্শক এসেছিলেন উৎসবে। ব্রিটিশ দর্শকরাও ১৯৭১ সেইসব দিন সিনেমা দেখে প্রশংসা করেছেন।'
'লন্ডনে ১৯৭১ সেই সব দিন দেখে অনেক দর্শক কেঁদেছেন। আবেগ ধরতে রাখতে পারেননি। আমিও আবেগপ্রবণ হয়েছি', বলেন হৃদি হক ।
'পরিচালক হিসেবে প্রশ্নোত্তর পর্ব ছিল আমার জন্য। এটা ছিল সত্যিই অন্যরকম', যোগ করেন তিনি।
অন্যদিকে লন্ডনে যাওয়ার আগে হৃদি হক গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে। এই উৎসবে সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়ছেন তিনি।
হৃদি হক বলেন, 'প্রথম সিনেমা পরিচালনার জন্য পুরস্কার পেয়েছি। এটা অবশ্যই ভালোলাগার।'
সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ও ভারত থেকে অনেক তারকা অংশ নিয়েছিলেন।
এ বিষয়ে হৃদি হক বলেন, 'দুই বাংলার তারকাদের একটা মিলনমেলা বসেছিল। এই মিলনমেলায় কলকাতার ঋতুপর্ণার সঙ্গে পরিচয় হয় নায়ক ফেরদৌসের মাধ্যমে। তারপর ঋতুপর্ণার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। লন্ডন চলচ্চিত্র উৎসবেও ঋতুপর্ণা এসেছেন। এখানেও তার সঙ্গে ভালো সময় কেটেছে।'
Comments