হৃদি হকের সিনেমার গান ‘যাচ্ছো কোথায়’

১৯৭১ সেইসব দিন
‘যাচ্ছো কোথায়’ গানটির একটি দৃশ্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

হৃদি হকের পরিচালনায় প্রথম চলচ্চিত্র '১৯৭১ সেইসব দিন' মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৮ আগস্ট।

গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান 'যাচ্ছো কোথায়'। গানটিতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রনি ও ইশরাত এ্যানি।

হৃদি হকের লেখা এ গানটির সুর ও সংগীত করেছেন ওপার বাংলার দেবজ্যোতি মিশ্র।

হৃদি হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেক আশা ও স্বপ্নের একটি সিনেমা "১৯৭১ সেইসব দিন"। প্রথম গানটি আশা করছি সবার ভালো লাগবে।'

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, হৃদি হক, সানজিদা প্রীতি প্রমুখ।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago