‘সেলিমের সঙ্গে অভিনয় করতে গিয়ে মনে হয় যেন বাঘের খাঁচায় পড়লাম’
মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে ৩৪ বছর ধরে অভিনয় করছেন রোজী সিদ্দিকী। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা 'ওমর'। সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এর আগে 'পরাণ' সিনেমায় খল চরিত্রে অভিনয় করে বেশ সাড়া পেয়েছিলেন।
নতুন সিনেমা 'ওমর' এবং অন্যান্য বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।
আপনার অভিনীত 'ওমর' সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে। এটি নিয়ে কিছু বলুন।
রোজী সিদ্দিকী: মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ওমর' সিনেমায় অভিনয় করেছি। এটি ঈদের দিন মুক্তি পেয়েছে। আরও অনেক শিল্পী অভিনয় করেছেন। আমার স্বামী শহীদুজ্জামান সেলিম অভিনয় করেছেন। এখানে আমাকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে। খুব ভালো লেগেছে অভিনয় করে। অভিনয় করার সুযোগ ছিল। দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। তাছাড়া পরিচালক রাজের জীবনে এটি শ্রেষ্ঠ সিনেমা হতে চলেছে।
প্রখ্যাত অভিনেতা শহীদুজ্জামান সেলিম আপনার স্বামী। তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বলুন।
রোজী সিদ্দিকী: সত্যি কথা বলতে- সেলিমের সঙ্গে অভিনয় করতে ভয় লাগে। এটা মনের কথা। কারণ সে একজন দুর্দান্ত অভিনেতা। তার সঙ্গে অভিনয় করার সময় ভাবি, ঠিক মতো অভিনয় করতে পারছি তো? সংলাপ ভালো মতো হচ্ছে তো? এজন্যই ভয়টা করে। সেলিমের সঙ্গে অভিনয় করতে গিয়ে মনে হয় বাঘের খাঁচায় পড়লাম।
'পরাণ' সিনেমায় খল চরিত্র করে দারুণভাবে প্রশংসা কুড়িয়েছেন, সিনেমায় নিজেকে কীভাবে দেখতে চান?
রোজী সিদ্দিকী: 'পরাণ' সিনেমায় নতুন চরিত্রে ছিলাম। ভিলেন হিসেবেই ছিলাম। কাজটি আমাকে মুগ্ধ করেছিল। 'ওমর' সিনেমায় ইতিবাচক চরিত্রে দর্শকরা দেখছেন। আমি আসলে অভিনয় করতে চাই। সিনেমা করতে চাই। যে কোনো চরিত্রে অভিনয় করতে চাই। একরকম চরিত্রে নিজেকে দেখতে চাই না। ৩৪ বছর ধরে তো একটি কাজই করছি। সিনেমা বিনোদনের বড় মাধ্যম, এটা বহু বছর বেঁচে থাকে। একজন শিল্পী হিসেবে ভিন্ন ভিন্ন গল্পে, চরিত্রে নিজেকে দেখতে চাই। সেলিমও চায় সিনেমায় কাজ করি।
এদেশের দর্শকরা কী ধরনের সিনেমা দেখতে চায়, আপনার দীর্ঘ অভিজ্ঞতা কী বলে?
রোজী সিদ্দিকী: বাংলাদেশের দর্শকরা সিনেমায় গল্প চায়। তারা গল্পনির্ভর সিনেমা দেখতে চায়। গল্পের ভেতর ডুবে থাকতে চায়। 'ওমর' সিনেমায় সেটা আছে। পরিবার নিয়ে দেখার মতো সিনেমা 'ওমর'। সব বয়সী দর্শকদের জন্য 'ওমর' সিনেমা। যে ছেলেকে নিয়ে 'ওমর' সিনেমার গল্প, তার মায়ের চরিত্রে অভিনয় করেছি।
এখনো তো মঞ্চে সরব আছেন?
রোজী সিদ্দিকী: মঞ্চ আমার ভালোবাসা। মঞ্চে অভিনয় করে ভালো লাগে। তাই তো মঞ্চে নিয়মিত কাজ করছি। করে যেতে চাই। অনেক বছর ধরে ঢাকা থিয়েটার করছি। 'শকুন্তলা' ঢাকা থিয়েটারের আলোচিত একটি নাটক। 'শকুন্তলা' নিয়ে জুন মাসে দেশের বাইরে যাব শো করতে। 'শকুন্তলা' দিয়ে সেলিম আল দীনের নাটককে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। এছাড়া ২০ বছর পর প্রাচ্যনাটক করেছি। ২০ বছর আগে প্রাচ্যনাটকে যে চরিত্রে ছিলাম সেটাই করছি।
Comments