বাংলার গল্প বলার ঢংয়ে কাজলরেখা বানিয়েছি, তামিল বা বম্বের সিনেমা বানাইনি: গিয়াস উদ্দিন সেলিম
'মনপুরা' খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এবার নির্মাণ করেছেন 'কাজলরেখা'। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ঈদের দিন মুক্তি পেয়েছে। আজ নবম দিন চলছে মুক্তির।
দ্বিতীয় সপ্তাহে এসে এই সিনেমার হল সংখ্যা বেড়েছে। আগের হলগুলোও রয়েছে, ঢাকার বাইরেও প্রদর্শিত হচ্ছে। নওগাঁ তাজ সিনেমাহলে আজ মুক্তি পেয়েছে সিনেমাটি। আগামী সপ্তাহে আরও বেশ কয়েকটি হলে মুক্তি পাবে।
এসব তথ্য জানিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কাজলরেখা নিয়ে কথা বলেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।
এই পরিচালক বলেন, 'কাজলরেখা সিনেমার দর্শক দিন দিন বাড়ছে। ভিড়ের মধ্যেও আলাদা একটা জায়গা করে নিয়েছে। পরিচালক হিসেবে আমি খুশি।'
তিনি আরও বলেন, 'তৃতীয় সপ্তাহে সিঙ্গেল স্ক্রিন আরও বাড়বে। দীর্ঘদিন ধরে মানসম্মত সিনেমার যারা দর্শক, তারা এটি দেখছেন এবং সামনেও দেখবেন। এটা আশার কথা।'
কাজলরেখা প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, 'দেশজ ভঙ্গি ও কৃষ্টি-কালচার বুঝতেই এমন সিনেমা। তামিল কিংবা বম্বের সিনেমা তো বানাইনি। বাংলার গল্প বলার ঢং নিয়ে কাজলরেখা বানিয়েছি। আমার দেশের দর্শকদের রুচির মতো করে কাজলরেখা বানিয়েছি। কাজলরেখা একটি মিউজিক্যাল ফিল্ম।'
ইতোমধ্যে ঢাকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে গিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখেছেন। দর্শকরাও তার সঙ্গে সামনি-সামনি কথা বলেছেন।
তিনি বলেন, 'কাজলরেখা দেখে আমার দর্শকরা আপ্লুত। দর্শকরা তাদের ভালোলাগার কথা সরাসরি জানিয়েছেন। তাদের চোখে-মুখে মুগ্ধতা দেখেছি।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আগামী সপ্তাহে নারায়ণগঞ্জে হল ভিজিট করতে যাব। আরও কিছু পরিকল্পনা আছে হল ভিজিট নিয়ে। দর্শকদের বলব, দেশীয় ভালো সিনেমার সঙ্গে থাকুন।'
'আমরা একটা শান্ত-সুন্দর সিনেমা বানিয়েছি। ধীরে ধীরে এর গ্রহণযোগ্যতা বাড়তেই থাকবে। পরিচালক হিসেবে এটাই ভালো খবর', যোগ করেন তিনি।
Comments