ঈদে মঞ্চে আসছে মামুনুর রশীদের নতুন নাটক ‘কম্পানি’

মামুনুর রশীদ। ছবি: শেখ মেহেদী মোরশেদ

মামুনুর রশীদ ১৯৭২ সাল থেকে মঞ্চের জন্য নাটক রচনা ও পরিচালনা করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি নাটক লিখেছেন। নাটকটির নাম কম্পানি। 

এই নাটকটি পরিচালনাও করছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা মামুনুর রশীদ।

দ্য ডেইলি স্টারকে মামুনুর রশীদ বলেন, 'কম্পানি নাটকে বড় একটি বার্তা আছে। দর্শকরা সেটা মঞ্চে দেখার সময় অনুভব করবেন। ইস্ট-ইন্ডিয়া কম্পানি থেকে শুরু করে আজও পর্যন্ত নানা জায়গায় এক ধরনের শাসন রয়ে গেছে। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।'

তিনি আরও বলেন, 'সবসময় মানুষের কথা, বিশেষ করে সাধারণ ও শোষিত মানুষের কথা নাটকের মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি।'

'প্রতি জন্মদিনে একটি করে নতুন নাটক লেখার চেষ্টা করি। কম্পানি নাটকটিও ২৯ ফেব্রুয়ারি আমার জন্মদিন উপলক্ষে লিখেছি। এখন মঞ্চায়ন হতে যাচ্ছে', যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এবারের ঈদের দিন নাটকটির মঞ্চায়ন হবে। টানা ৫ দিন মঞ্চায়ন হবে। মঞ্চ নাটকের দর্শকদের জন্য এটা আনন্দের সংবাদ। আমার জন্যও আনন্দের সংবাদ।'

কম্পানি আরণ্যক নাট্যদল প্রযোজিত ৬৫তম নাটক।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

1h ago