‘দুঃখ’ নিয়ে শিল্পী সমিতি থেকে বিদায় নিলেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ। আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন।

পদ ছাড়ার আগে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানালেন তার কিছু কথা।

২০২২ সালে নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছিলেন এই অভিনেতা। গত দুই বছর কিছু সমালোচনার মুখে পড়েছিল শিল্পী সমিতির এই কমিটি।

বিষয়গুলো নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, 'নির্বাচনের পর থেকেই সমিতির একটা পদ নিয়ে মামলা-মোকদ্দমা কত কিছু করেছেন। কিন্তু শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। এ বিষয়টাই কেউ বুঝতে চাইল না। আপনারা শিল্পীদের স্বার্থ কী করে ভুলে যান? যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে কাঞ্চনের পাশে আপনারা দাঁড়ান না। এই দুঃখটা নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছি।'

'আজকে আমাকে যদি অসম্মান করেন, তাহলে সেই অসম্মান কিন্তু আমার একার নয়। সেই অসম্মান পুরো শিল্পী সমাজের, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির', যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছি না। তবে নির্বাচন না করলেও সবসময় সমিতি ও শিল্পীদের পাশে থাকব। এই শিল্পীদের জন্য সমিতি আমাদের সমিতি। আজকে যা কিছু, তার সব কিছু একজন শিল্পী হিসেবেই অর্জন করেছি। এই ইন্ডাস্ট্রি থেকেই অর্জন করেছি। সুখে-দুঃখে যখন প্রয়োজন হবে তখন আমাকে পাবেন।'

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

He said the documents are currently being recovered, which is why additional time is required to complete the investigation

12m ago