‘জাওয়ান’ কাল দুপুরে সেন্সর বোর্ডে, রাতে প্রেক্ষাগৃহে

আগামীকাল ৭ সেপ্টেম্বর সারাবিশ্বে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা 'জাওয়ান'। সবকিছু ঠিক থাকলে কাল বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সেন্সর বোর্ড দেখবে 'জাওয়ান'। সেন্সর হলে বাংলাদেশেও সারাবিশ্বের মতো কাল মুক্তি পাবে এটি, প্রেক্ষাগৃহে দেখা যাবে কাল রাতেই।

সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে রংধনু গ্রুপও সিনেমাটি আমদানির সঙ্গে যুক্ত।

সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও আছেন দীপিকা পাড়ুকোন।

Comments