ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম 'নিকষ'

২ বোনের গল্প নিকষ। ছবি: সংগৃহীত
২ বোনের গল্প নিকষ। ছবি: সংগৃহীত

আজ সোমবার থেকে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে তাসনিয়া ফারিণ অভিনীত ওয়েব ফিল্ম 'নিকষ'।

মেজবাহ উদ্দীন সুমনের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। ওয়েব ফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসরাত জাহান হৃদিকাসহ আরও অনেকেই।

জীবনবাজির গল্প নিকষ

২ বোনের গল্প নিকষ। ছবি: সংগৃহীত
২ বোনের গল্প নিকষ। ছবি: সংগৃহীত

এক বাড়িতে থাকা ২ বোন। মাথার ওপর একই ছাদ হলেও ২ বোন যেন ভিন্ন ২ গ্রহের বাসিন্দা। একজন সংসার ও সম্পর্কগুলোকে আগলে রাখতে চাইছে। অপরদিকে, অন্যজন ছুটে যেতে চাচ্ছে ঝলমলে চোরাবালির দিকে। এক পর্যায়ে ২ বোনকেই মুখোমুখি হতে হয় নিকষ কালো অন্ধকারের। যার ভেতর ডুবে গেলে আর কখনোই ফেরা সম্ভব নয় স্বাভাবিক আলোতে।

২ বোনের জীবনবাজির গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম 'নিকষ'।

তাসনিয়া ফারিণ তার ভেরিফায়েড পেজে 'নিকষ' ওয়েব ফিল্মের ট্রেইলার শেয়ার করেন

 

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

25m ago