হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

সুস্মিতা সেন। ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তার হৃদপিণ্ডে রিং পরানো হয়েছে।

কয়েকদিন আগের ঘটনা হলেও আজ বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। সুস্মিতা সেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খবরটি শেয়ার করেছেন।

বাবার সঙ্গে ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, 'তোমার হৃদয় সুখ ও সাহসে ভরে রাখ। যখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে এটি তখন তোমার পাশে দাঁড়াবে। এই কথাগুলো বাবাকে বলতে শুনেছি সবসময়। কিছুদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার কার্ডিওলজিস্টে আবারও নিশ্চিত করেছেন ''আমার হৃদয় খুব বড়''। সময়মত সাহায্য করার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য অনেককে ধন্যবাদ দেওয়ার আছে আমার। অন্য একটি পোস্টে এ কাজটি করব'

'এই পোস্টটি দেওয়ার কারণ শুধু একটাই। সবাইকে (আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের) এই সুখবর জানাতে চাই যে, সব ঠিক আছে এবং আমি আবার জীবনের জন্য প্রস্তুত। আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি', যোগ করেন তিনি।

Comments