৪ ঘণ্টায় যে গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি

Nancy
নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি: স্টার

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে ন্যান্সি ও শাহ্ হামজার দ্বৈত গান 'যে স্মৃতি'।

গানটির কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহ্ হামজা। গানটির মিউজিক অ্যারেজমেন্ট করেছেন জাহিদ বাশার পঙ্কজ।

ন্যান্সি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গানটিতে যখন কণ্ঠ দিই তখন মনে হলো আমার নিজের কথা বলছি। প্রায় ৪ ঘণ্টা লেগেছে আমার এ গানে কণ্ঠ দিতে। যে কখনো আমার আর হয়নি। গানটির কথা ও সুর সবার মনে দাগ কাটবে আশা করছি।'

শাহ্ হামজা বলেন, 'আমি বরাবরই একটু অন্যরকম কথা সুরের গান পছন্দ করে আসছি। এ গানের কথা ও সুরে শ্রোতারা নতুনত্ব পাবেন। তার সঙ্গে চমক ন্যান্সির কণ্ঠ। আমাদের দুজনের গায়কি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

1h ago