আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তিতে বাধা নেই

ব্ল্যাক ওয়ার ছবিতে আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

অ্যাকশন সিনেমা 'মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার' আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে। মুক্তির আগে ছবিটি  সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়ে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

সেন্সরবোর্ডে সদস্যরা ছবিটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন।

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজানসহ আরও অনেকে। 

পরিচালক সানী সানোয়ার বলেন, 'সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে।'

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর 'মিশন এক্সট্রিম'র প্রথম পর্ব মুক্তি পেয়েছিল। 

Comments