দিনব্যাপী কর্মসূচিতে ওস্তাদ সুনীল ধরকে স্মরণ

ওস্তাদ সুনীল ধরের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তার শিষ্যরা সংগীত পরিবেশন করেন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধ্রুপদী শিল্পী ওস্তাদ সুনীল ধরের স্মরণে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ওস্তাদ সুনীল কুমার ধর স্মৃতি পরিষদ।

গতকাল শুক্রবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'সুরের শিকর' শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. প্রদীপ কুমার কর। অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র একরামুল হক টিটু।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বিমল কান্তি দে। অন্যান্যদের মধ্যে স্মৃতি পরিষদের আহ্বায়ক শহীদুল আলম লস্কর, কবি ফরিদ আহমেদ দুলাল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ওস্তাদ সুনীল ধরের শিষ্যরা বিকেলে সংগীত পরিবেশন করেন।

১৯৩৩ সালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি গ্রামে অক্ষময় কুমার ধর ও সুরবালা ধরের ঘরে জন্মগ্রহণ করেন ওস্তাদ সুনীল ধর। তিনি কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত ওস্তাদ আলাউদ্দিন খানের শিষ্য ছিলেন।

এ ছাড়া, তিনি ওস্তাদ জগদানন্দ বড়ুয়ার কাছ থেকে ধ্রুপদ ও ধামার শিখেছেন।

২০২০ সালের ২৭ আগস্ট সুনীল ধর মারা যান।

দীর্ঘ সঙ্গীত জীবনে ওস্তাদ সুনীল ধর বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শিল্পীদের সঙ্গে পারফর্ম করেছেন।

ওস্তাদ সুনীল ধর ময়মনসিংহ নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (১৯৬৬ সাল থেকে) এবং ধ্রুব পরিষদ ময়মনসিংহ শাখার সভাপতি ছিলেন। তিনি ময়মনসিংহ শিল্পকলা একাডেমি এবং মুক্তাগাছা সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গেও যুক্ত ছিলেন।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago