ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার পদক চুরি, থানায় মামলা

Nancy
কণ্ঠশিল্পী ন্যান্সি। ছবি: দ্য ডেইলি স্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ন্যান্সির বাসা থেকে তার পুরস্কারটি চুরি হয়েছে। 'প্রজাপ্রতি' সিনেমার 'দুইদিকে বসবাস' গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

সম্প্রতি তার বাসা থেকে পুরস্কারটি চুরি হওয়ায় গুলশান থানায় মামলা করেছেন ন্যান্সি।

ন্যান্সি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদের কয়েকদিন আগে ১৭ এপ্রিল ঢাকার নিকেতনের বাসায় সবকিছু গোছাতে গিয়ে দেখি, আমার জাতীয় পুরস্কারের পদক ও কিছু জুয়েলারি নেই। কে বা কারা আলমারি থেকে এটি নিয়ে গেছে, জানি না। আমার বাসায় একজন কাজের মেয়ে ছিল। ঈদের কিছুদিন আগেই সে একটা অজুহাত দিয়ে চলে যায়। কিন্তু আমার বাসায় আরেকজন মেয়ে আছে। সে আমার মেয়েকে দেখাশোনা করে। তারা ২ জন আবার বোন। আশা করছি দ্রুত একটা ব্যবস্থা হবে। আমি গুলশান থানায় মামলা করেছি।'

Comments