সংগীতশিল্পীর সন্ধানে তারা

রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: সংগৃহীত

নতুন সংগীতশিল্পীর সন্ধানে আবারও শুরু হতে যাচ্ছে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো 'সেরা কণ্ঠ'। এই আয়োজনের সপ্তম আয়োজনের সঙ্গে থাকছে ঐক্যডটকমডটবিডি।

আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক অডিশন পর্ব শুরু হতে যাচ্ছে। এবারের আয়োজন উপস্থাপনা করবেন মারিয়া নূর।

এজন্য আজ মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর,  মিসেস শাহীন আকতার রেনী, ২ বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা।

এবার বিচারক প্যানেলে থাকছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী।

রুনা লায়লা বলেন, 'যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশাকরি এবারের আয়োজনটি বেশ চমকপ্রদ হবে।'

রেজওয়ানা চৌধুরীর বন্যা বলেন, 'সেরা কণ্ঠের মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।'

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

42m ago