সেরাকণ্ঠের বিচারক রুনা লায়লা

সেরাকণ্ঠের বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও রুনা লায়লা। ছবি: সংগৃহীত

এবারের সেরাকণ্ঠ সিজন-৭ এর আয়োজন শুরু হয়েছে বেশ আগেই। দেশজুড়ে হাজারো প্রতিযোগীর মধ্যে থেকে বাছাই করে আয়োজনটি এসে দাঁড়িয়েছে সেরা ৩৭ এ। 

দীর্ঘ এ বাছাই প্রক্রিয়ায় প্রধান বিচারকের ভূমিকায় ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং আধুনিক ও চলচ্চিত্রের কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। 

এবার তাদের ২ জনের সঙ্গে আছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে ৩৭ জনকে নিয়ে মূলপর্ব। এদিন সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে এসে পৌঁছালে রুনা লায়লাকে স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।

রুনা লায়লা বলেন, 'এত সুন্দর আয়োজনে যুক্ত হতে পেরে আমি মুগ্ধ। কথা দিলাম, সব সময় সেরাকণ্ঠ প্রতিযোগিতার সঙ্গে থাকব।'

সেরাকণ্ঠ উপস্থাপনা করছেন শান্তা জাহান। পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮টায়।
 

Comments

The Daily Star  | English

Rail communications suspended nationwide

Train drivers and their support staff began a nationwide indefinite work abstention from early today for special allowance after retirement and other demands.

10h ago