শুভ জন্মদিন আরএম: বিটিএস দলনেতার ৪টি গুণ

বিটিএস সদস্য আরএম। ছবি: এপি

কে-পপ ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য আরএম। বিটিএসের এই সদস্য অনেক কিছুতেই সেরা। তিনি খুব ভালো একজন র‌্যাপার, সুরকার, লিরিক লেখক। ইতোমধ্যে নিজের যোগ্যতা দিয়ে সারাবিশ্বের অসংখ্য ভক্তের মন জয় করে নিয়েছেন। আজ ১২ সেপ্টেম্বর ২৮ বছরে পা দিয়েছেন আরএম। জন্মদিনে তার কিছু গুণের কথা জেনে নিন।

কবিতা

অনেকেই জানেন না আরএম এক সময় দারুণ দারুণ সব কবিতা লিখতেন। লিরিক নিয়ে কাজ শুরুর আগে ছোট আরএম বা কিম নামজুন কবিতা লিখতেন। তার ছন্দময় লিরিক লেখার গুণটি কবিতা লেখার অভ্যাস থেকেই এসেছে।

র‌্যাপ

পরিবারের বিরুদ্ধে গিয়ে একজন র‌্যাপার হিসেবে কাজ শুরু করা কারো পক্ষে সহজ কাজ নয়। কারণ ছোট থেকেই তিনি মেধাবী ছিলেন এবং তার পরিবার সেটা জানতো। তাছাড়া আইকিউতে দারুণ স্কোর করে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে মেধাবীদের একজন হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি। এ কারণে পারিবারিক বাধাটা আরও বড় হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। তবে, শেষ পর্যন্ত তার দৃঢ় সংকল্পের কাছে হার মানে পরিবার। তিনি র‌্যাপার হিসেবে ক্যারিয়ার গড়তে পরিবারকে বোঝাতে সক্ষম হন।

সংগীত

বিটিএসের ৭ জনের একজন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বহু বছর আগে থেকে সংগীত নিয়ে অসংখ্য কাজ করেছেন আরএম। তিনি নানা ধরনের বাদ্যযন্ত্র বাজাতেন। কাজ করেছেন একাধিক সংগীত গ্রুপের সঙ্গে। তার আগের একাধিক দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা হিপ-হপ শৈলী প্রদর্শনে অনেক সহায়ক হয়েছে। যা দিয়ে তিনি বিটিএস সহকর্মীদের কাজকে আরও উন্নত করেছেন। ফলে, বিটিএস যেসব অ্যালবাম প্রকাশ করেছে তাতে তাকে কৃতিত্ব দেওয়া হয়েছে।

শিল্প

আরএম যেমন তার প্রতিভাকে বিকশিত করেছেন তেমনি বিভিন্ন ধরণের শিল্প ফর্ম নিয়েও তার বোঝাপড়া চমৎকার। তার মধ্যে সবসময় চিত্রশিল্পী, ভাস্করসহ বিশ্বের শিল্পীদের সম্পর্কে জানার আগ্রহ ছিল। তিনি বারবার তাদের প্রশংসা করেছেন। নিজেকে সবসময় শিল্পের সঙ্গে রেখেছেন। আরএম অসংখ্য চিত্রকর্ম সংগ্রহ করেছেন। তিনি বিভিন্ন গ্যালারি ও যাদুঘর পরিদর্শন করেন। এজন্য ভক্তদের কাছে শিল্প সংগ্রাহক হিসেবেও পরিচিত।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

9h ago