শেয়ারবাজারকে গতিশীল করতে ১৬৯ প্রতিষ্ঠানের সর্বনিম্ন মূল্যস্তর প্রত্যাহার

Stock exchange
ছবি: ফাইল ফটো

শেয়ারবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছে। 

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এতে আগামীকাল বৃহস্পতিবার থেকে এসব প্রতিষ্ঠানের শেয়ারে কোনো ফ্লোর প্রাইস থাকবে না।

বিএসইসি জানায়, ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম এক দিনে সর্বোচ্চ ১ শতাংশের বেশি কমতে পারবে না। তবে নিয়ম অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে।

Comments