ডিএইচএল বাংলাদেশে পণ্য পরিবহনে রেট বাড়িয়েছে ৪.৯ শতাংশ

ডিএইচএল
ছবি: রয়টার্স ফাইল ফটো

জার্মান প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে পণ্য পরিবহনে রেট বাড়িয়েছে চার দশমিক নয় শতাংশ।

মূল্যস্ফীতি, ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়া ও অন্যান্য কারণে ক্রমবর্ধমান পরিচালন খরচকে সমন্বয় করতে আগামী ১ জানুয়ারি থেকে নতুন হার কার্যকর হবে।

ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিয়ারুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার মধ্যে প্রতিষ্ঠানটি লজিস্টিক নেটওয়ার্কে বিনিয়োগ অব্যাহত রাখবে।'

'বাহ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা গ্রাহকদের জন্য স্থিতিশীল সেবা দেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।'

ডিএইচএল ২২০ দেশ ও অঞ্চলের বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে বার্ষিক খরচ সামঞ্জস্য করে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago