দুর্নীতির অভিযোগ ওঠা কর কর্মকর্তা ফয়সালকে বদলি

কাজী আবু মাহমুদ ফয়সাল, দুর্নীতি, দুদক, এনবিআর, কর কর্মকর্তা,
কাজী আবু মাহমুদ ফয়সাল। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মধ্যে কর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে এনবিআর।

ওই আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি জব্দের নির্দেশ দেন ঢাকার একটি আদালত।

একই সঙ্গে তার স্ত্রী আফসানা জেসমিন ও দশ নিকটাত্মীয়ের সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত।

গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্ত শেষে নথি দাখিলের পর আদালত এ আদেশ দেন।

আদালতের ওই আদেশের পরে বদিলর সিদ্ধান্ত এলো। যদিও বদলির কারণ উল্লেখ করেনি এনবিআর।

আদালতের বিচারক কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী ও স্বজনদের ৮৭টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

35m ago