২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে নামতে পারে: এমইআই

মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউট বলছে, ২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৮ শতাংশ হতে পারে
২০২৪-২৫ অর্থবছর, জিডিপি প্রবৃদ্ধি, মোট দেশজ উৎপাদন, মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউট,

অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ দশমিক ৭ শতাংশে নেমে আসবে বলে জানিয়েছে মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউট (এমইআই)।

সংস্থাটি বলছে, চলমান উচ্চ মূল্যস্ফীতি ভোক্তাদের ক্রয়ক্ষমতার ওপর প্রভাব ফেলছে।

তারা বলছে, ২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৮ শতাংশে দাঁড়াতে পারে।

এছাড়া মার্কিন ডলারের উচ্চমূল্য বৈদেশিক খাতের দুর্বলতা বাড়িয়ে তুলতে পারে।

আজ বৃহস্পতিবার মাস্টারকার্ডের এশিয়া প্যাসিফিক ও এমইএর প্রধান অর্থনীতিবিদ ডেভিড ম্যান রাজধানীর শেরাটন হোটেলে 'গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ আউটলুক অ্যান্ড রিস্কস' শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেখানে সর্বশেষ বৈশ্বিক ও বাংলাদেশের পূর্বাভাস তুলে ধরেন তিনি। মাস্টারকার্ড ইকোনমিকস ইনস্টিটিউট এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

তারা বলছে, বাংলাদেশের ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি ভোক্তাদের ক্রয়ক্ষমতার ওপর প্রভাব ফেলছে।

Comments

The Daily Star  | English

An economic corridor that quietly fuels growth

At the turn of the millennium, travelling by road between Sylhet and Dhaka felt akin to a trek across rugged terrain. One would have to awkwardly traverse bumps along narrow and winding paths for upwards of 10 hours to make the trip either way.

11h ago