২০২৬-২৭ অর্থবছরে ১১০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য

স্টার ফাইল ফটো

সরকার খসড়া রপ্তানি নীতিতে ২০২৬-২৭ অর্থবছরে ১১০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা ২০২২-২৩ অর্থবছরে রেকর্ড ৫৫ বিলিয়ন ডলারের দ্বিগুণ।

২০২৪ থেকে ২০২৭ অর্থবছরের জন্য তৈরি করা নীতিটি আজ অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসেন খান জানান, খসড়া নীতিটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

তিনি বলেন, খসড়া নীতিমালায় ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানিতে উৎসাহিত করতে নগদ প্রণোদনার বিকল্প ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এই নীতিমালায়।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৬২ বিলিয়ন ডলার। এরমধ্যে অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ৪৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা অর্থবছরের প্রথম দশ মাসের মাসভিত্তিক লক্ষ্যমাত্রার চেয়ে কম।

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

The home adviser met with both factions of Tabligh Jamaat today at the Secretariat

1h ago