বিশ্বব্যাংক জানিয়েছে আর্থিক খাতে আরও সংস্কার দরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী, আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশের নতুন অর্থমন্ত্রী,
আবুল হাসান মাহমুদ আলী। ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেনছেন, বিশ্বব্যাংক জানিয়েছে দেশের আর্থিক খাতে আরও সংস্কার দরকার। এ বিষয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, 'একইসঙ্গে অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে বিশ্বব্যাংক।'

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেকেরর সঙ্গে সৈজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কোন কোন বিষয়ে সংস্কার করা হবে জানতে চাইলে সুনিদির্ষ্ট কোনো খাত উল্লেখ না করে তিনি বলেন, 'সার্বিকভাবেই সংস্কারের বিষয়ে কথা হয়েছে।'

Comments

The Daily Star  | English