ডলারের দর আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত
বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে আগামী সপ্তাহ থেকে মার্কিন ডলারের ক্রয়-বিক্রয় হার ডলারপ্রতি ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংকাররা।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর থেকে ব্যাংকগুলো প্রসাবী ও রপ্তানিকারকদের কাছ থেকে প্রতি ডলার কিনবে ১০৯ টাকা ৭৫ পয়সায় এবং আমদানিকারকদের কাছে প্রতি ডলার বিক্রি করবে ১১০ টাকা ২৫ পয়সাতে।
ডলারপ্রতি আন্তঃব্যাংক বিনিময় হার হবে ১১০ টাকা ২৫ পয়সা।
তবে, ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ২ দশমিক ৫০ শতাংশ প্রণোদনা ও প্রবাসী আয়ের ওপর সরকার ঘোষিত ২ দশমিক ৫০ শতাংশ প্রণোদনা অপরিবর্তিত থাকবে।
গতকাল মঙ্গলবার রাতে বাফেডা ও এবিবি এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।
এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হুসেইন দ্য ডেইলি স্টারকে বলেন, টাকার বিপরীতে সবসময় ডলারের দর বাড়বে না, সেই বার্তা দিতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে তারা নতুন দরে বাণিজ্য করবে।
এর আগে, গত সপ্তাহে সংগঠন দুটি মার্কিন ডলারের দর ৫০ পয়সা কমিয়ে রপ্তানিকারক ও প্রবাসীদের কাছ থেকে ১১০ টাকায় ডলার কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল।
Comments