খোলা বাজারে কমেছে ডলারের দাম

ডলার ও টাকা

সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ায় দেশের খোলা বাজারে ডলারের দাম কমছে বলে জানিয়েছেন বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যবসায়ী বা মানি চেঞ্জাররা।

গতকাল রোববার দ্য ডেইলি স্টারকে তারা এ তথ্য জানান।

ব্যবসায়ীরা জানান, ডলারের দাম গতকাল ১২৬ টাকায় লেনদেন হয়। গত বৃহস্পতিবার ডলার ১২৭ টাকায় লেনদেন হয়েছিল।

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে এম ইসমাইল হক দ্য ডেইলি স্টারকে বলেন, রোববার সন্ধ্যায় ডলারের দাম ১২৩ টাকায় নেমে এসেছে।

তিনি আরও বলেন, 'খোলা বাজারে ডলারের দাম লাফ দিয়ে বেড়েছিল। যেভাবে বেড়েছিল সেভাবেই কমছে। আমার বিশ্বাস, ডলারের দাম আরও কমবে।'

বিদেশে ভ্রমণকারীরা সাধারণত খোলা কিনে থাকেন।

গত সপ্তাহে প্রবাসীরা যাতে হুন্ডির পরিবর্তে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠান সেজন্য কয়েকটি ব্যাংক ডলার প্রতি ১২৪ টাকা পর্যন্ত দিয়েছে এমন সংবাদ গণমাধ্যমে আসার পর বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ গত ৮ নভেম্বর ব্যাংকগুলোকে প্রতি ডলারের জন্য ১১৫-১১৬ টাকার বেশি না দেওয়ার নির্দেশ দেয়।

পরে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ১১৬ টাকার বেশি দাম না দিয়ে রেমিট্যান্স আনতে নিষেধ করে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এ বিষয়ে সতর্কও করে।

এ কে এম ইসমাইল হক জানান, তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে মৌখিক নির্দেশনা পেয়েছেন যে মুদ্রা ব্যবসায়ীরা ১১৭ টাকা দরে ডলার কিনতে ও সর্বোচ্চ দেড় টাকা কমিশন নিয়ে তা বিক্রি করতে পারবেন।

অর্থাৎ ব্যবসায়ীরা প্রতি ডলার ১১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত নিতে পারবেন।

Comments

The Daily Star  | English

Nahid hints at resigning by end of this week to join new party

Information Adviser Nahid Islam today said he will take the decision regarding his resignation and joining a new political party by the end of this week

1h ago