রিজার্ভ আরও কমে ১৯.৫ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারে হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) মাধ্যমে কিছু আমদানি বিল পরিশোধ করার পর রিজার্ভ এখন এ অবস্থায় দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক আজ এসিইউর মাধ্যমে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আইএমএফের ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল ৬ অনুযায়ী ১ নভেম্বর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ দশমিক ৬ বিলিয়ন ডলার।
তবে, ওই দিন বাংলাদেশে ব্যাংক গ্রস রিজার্ভ দেখিয়েছে ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার।
এ হিসাবে আজকের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন।
Comments