এআই-রোবোটিক্স প্রযুক্তি উন্নয়নে ৩ বিশ্ববিদ্যালয়কে এডিবির ১০০ মিলিয়ন ডলার ঋণ

বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজি (আইটি) প্রোগ্রামের উন্নয়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ শুক্রবার এডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এডিবির সামাজিক খাতের অর্থনীতিবিদ রিওতারো হায়াশি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি গ্রহণ দ্রুততর করতে ও ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে উচ্চশিক্ষায় সফটওয়ার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম উন্নীত করা সময়ের দাবি।

তিনি বলেন, 'এই প্রকল্পটি আরও দক্ষ ও প্রযুক্তিপ্রেমী গ্র্যাজুয়েট এবং উদ্যোক্তা গড়ে তুলতে সহায়তা করবে, যারা দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে সহায়তা করবে।'

প্রকল্পটি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়, যেমন- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, সফটওয়ার প্রকৌশল ও তথ্য প্রযুক্তি ডিগ্রি প্রোগ্রামগুলো উন্নত করবে। এই প্রোগ্রামগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ইন্টারনেট অব থিংসের মতো সর্বশেষ প্রযুক্তিগুলোকে যোগ করবে।

এডিবি তিনটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি, সহযোগিতা ও স্টার্ট-আপ স্পেস এবং অন্যান্য সুবিধা বৃদ্ধিতে সহায়তা করবে। এই সুবিধাগুলোতে জলবায়ু ও দুর্যোগ-সহনশীল নকশা, শক্তি ও পানি-সাশ্রয়ী বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া নারী-বান্ধব সুযোগ-সুবিধা ও পরিষেবাও অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্ববিদ্যালয়গুলো নতুন শিক্ষামূলক পদ্ধতি ও ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ হতে শিক্ষকদের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এই তিন ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা যৌথ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে উদ্ভাবনী সমাধানে এই শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গেও কাজ করবেন।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago