২৭ সেপ্টেম্বর থেকে ৪ দিনের ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’

বাংলাদেশ ফেস্টিভ্যাল
কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: স্টার ফাইল ফটো

বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজন করতে যাচ্ছে 'বাংলাদেশ ফেস্টিভ্যাল'। এ বছরের প্রতিপাদ্য 'পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ'।

আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই উৎসব শুরু হয়ে তা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই উৎসব চলবে।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহির মুহাম্মদ জাবের।

তিনি আরও জানান, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরের পাশাপাশি কয়েকটি জেলার পর্যটন পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও এই উৎসবে অংশ নেবে।

দেশব্যাপী পর্যটনের নানান অফার ও আয়োজন থাকবে এ উৎসবে।

বাংলাদেশ ফেস্টিভ্যাল
আগারগাঁওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সংবাদ সম্মেলন। ছবি: স্টার

দর্শনার্থীরা যাতে বাংলাদেশে তাদের আকর্ষণীয় ট্যুর প্লান তৈরি করতে পারেন সে জন্য উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো সহায়তা করবে।

উৎসব আয়োজন আরও থাকবে দেশের ঐতিহ্যবাহী খাবার।

দর্শনার্থীরা এখানে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি ও পর্যটন সম্পদ সম্পর্কে জানতে পারবেন। তারা প্রতিটি জেলার পর্যটন আকর্ষণের ছবি দেখার সুযোগ পাবেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চা পর্যটন, পর্যটক ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা, আবাসন, পরিবহন, ডেটা ইনোভেশন, এসডিজি ও পর্যটন, পর্যটনে বিনিয়োগ সম্ভাবনা, পর্যটন খাতে মানবসম্পদ উন্নয়ন ও পর্যটনশিল্পে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে।

৪ দিনের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে থাকবে গম্ভীরা, গাজী কালুর পট, পথ নাট্য, বাউল গান, পুথি পাঠ, কাওয়ালি ইত্যাদি।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago