২০২২-২৩ অর্থবছর

পূর্বাভাসের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি: এডিবি

এডিবি

আমদানি ও রপ্তানির প্রেক্ষাপটে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির যে পূর্বাভাস এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছিল তার তুলনায় প্রবৃদ্ধি বেশি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত এপ্রিলে এডিবির পূর্বাভাসে বলা হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরের বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৩ শতাংশ।

আজ বুধবার সংস্থাটির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের ৬ শতাংশ প্রবৃদ্ধি দেশটির রপ্তানিতে বলিষ্ঠ অবস্থার আভাস দেয়।

গত অর্থবছরে বাংলাদেশে আমদানি প্রত্যাশার চেয়ে কম হয়েছে এবং রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়া নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল তা ততটা কমেনি।

এডিবির পক্ষ থেকে বলা হয়, সরকারিনীতি সহায়ক হওয়ায় সব ধরনের পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান প্রবৃদ্ধিতে অবদান রেখেছে।

বন্যা, ঘূর্ণিঝড় ও তাপদাহের কারণে ফসলের যে ক্ষতি হয়েছিল তা আংশিক ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে পূরণ করা হয়েছে।

সংরক্ষণ প্রক্রিয়া, সহায়তামূলক কার্যক্রম এবং স্বাস্থ্য ও সামাজিক সেবাখাতে উন্নয়নের ফলে সার্বিকভাবে সেবাখাত এগিয়ে গেছে।

জনসাধারণের পণ্যক্রয় প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি সরকারি বিনিয়োগও বেড়েছে।

প্রতিবেদন অনুসারে, গত এপ্রিলে এডিবি ২০২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ৬ দশমিক ৫ শতাংশের যে প্রাক্কলন দিয়েছিল তা এখনো অপরিবর্তিত আছে।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago