সিএজি হিসেবে নিয়োগ পেলেন নুরুল ইসলাম

মো. নুরুল ইসলাম, সিএজি, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ,
মো. নুরুল ইসলাম । ছবি: সংগৃহীত

 মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নুরুল ইসলাম।

গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মো. নুরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংবিধানের ১২৯(১) অনুচ্ছেদ অনুযায়ী- নুরুল ইসলাম দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে দায়িত্ব পালন করবেন। তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পারিশ্রমিক ও বিশেষ অধিকার) আইন-১৯৯৮ অনুযায়ী বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।

শপথ গ্রহণের পর সিএজি পদে নুরুল ইসলামের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বর্তমান সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী চাকরির মেয়াদ আজ শেষ হচ্ছে।

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

43m ago