বাংলাদেশে মাথাপিছু আয় ১ শতাংশ কমে ২৭৬৩ ডলার

প্রতীকী ছবি

মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় বাংলাদেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ কমে ২ হাজার ৭৬৩ ডলারে দাঁড়িয়েছে। গত প্রায় ৮ বছরের মধ্যে প্রথম বারের মতো কমল বার্ষিক মাথাপিছু আয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবের বরাত দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার, যা ২০২১-২২ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ২ হাজার ৭৯৩ ডলারে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, 'চলতি অর্থবছরে অর্থনীতির প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৩ শতাংশ হওয়ায় টাকার অংকে মাথাপিছু আয় বেড়েছে।'

মাথাপিছু আয়ের প্রকৃত হিসাব প্রকাশ না করলেও অংকটি ২ হাজার ৮০০ ডলারের নিচে হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Unpacking the proposed reforms to our revenue system

The primary logic behind the separation of revenue tasks at issue is to inject an element of operational independence into the proposed bodies.

8h ago