সব ধরনের আয়কর এখন থেকে ই-পেমেন্টে

ই-পেমেন্টের মাধ্যমে সব ধরনের আয়কর প্রদানের বিষয়টি বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটি অটোমেটেড চালান বা এ-চালান হিসেবেও পরিচিত।

গত ২৩ মার্চ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনবিআর।

এর আগে করদাতারা এ-চালানের মাধ্যমে সর্বোচ্চ ৫ লাখ টাকা কর পরিশোধ করতে পারতেন।

এনবিআরের এক কর্মকর্তা বলেন, এখন থেকে করদাতারা যে কোনো পরিমাণের অর্থ এ-চালানের মাধ্যমে প্রদান করতে পারবেন।

এই নতুন নিয়মের ফলে আয়কর প্রদানে পে-অর্ডার ও ট্রেজারি চালান বাতিল হয়ে গেল।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago