পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৫০ শতাংশ
পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল কোম্পানির মুনাফা ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর সময়কালে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে পদ্মা অয়েলের প্রতিটি শেয়ারের দাম ৮ টাকা ৯২ পয়সা হয়েছে। এই শেয়ারের মূল্য আগের বছরের একই সময় ছিল ৫ টাকা ৯২ পয়সা।
এছাড়া, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার থেকে লাভ আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে শেয়ারের মূল্য হয়েছে ১৬ টাকা ১৩ পয়সা।
তবে অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির প্রতি শেয়ারের বিপরীতে নগদ অর্থ প্রবাহ ঋণাত্মক ছিল।
পেট্রোলিয়াম, তেল এবং অন্যান্য লুব্রিকেন্ট পণ্য সরবরাহকারীদের অর্থ পরিশোধ করায় নগদ প্রবাহ কমেছে বলে পদ্মা অয়েল জানিয়েছে।
Comments