১৫৬.৯৮ টাকা দরে ২.২০ কোটি লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ১৫৬ টাকা ৯৮ পয়সা দরে মোট ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ১৫৬ টাকা ৯৮ পয়সা দরে মোট ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৬তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া, মোট ৮০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার এবং মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার।

এমওপি সার আমদানিতে ব্যয় হবে ৩৫৮ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৯২৫ টাকা এবং টিএসপি সার আমদানিতে ব্যয় হবে ১৫০ কোটি ৬৭ হাজার ৮০০ টাকা।

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks information on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

2h ago