ক্ষুদ্রঋণের সুদহার কমান: গভর্নর

রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। ছবি: সংগৃহীত

দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে দরিদ্রদের জন্য ঋণের সুদহার কমানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

তিনি বলেছেন, 'দরিদ্রদের জন্য বিতরণ করা ঋণ থেকে মুনাফা করা লক্ষ্য থাকা উচিত নয়। বরং দরিদ্রদের স্বার্থে সুদের হার কমানো উচিত।'

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

এছাড়া, ক্যাশলেস লেনদেন দ্রুত বাস্তবায়নের জন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান গভর্নর।

তিনি বলেন, 'সরকার আগামী ৫ বছরের ক্যাশলেস সমাজ তৈরি করতে চায়। সরকার চায় মোবাইল ফোন যেন ক্রেডিট কার্ড ও ব্যাংকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।'

গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, 'বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো দিনে প্রায় ৯০০ কোটি টাকা এবং বছরে ২ লাখ কোটি টাকা বিতরণ করে।'

তিনি বলেন, 'ক্ষুদ্রঋণের সুদের হার এখনই কমানো উচিত, কারণ আগামী দিনে এই ধরনের ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।'

'আমাদের এখন নগদ অর্থের ব্যবহার কমাতে হবে। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেনের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম বিনিময় চালু হয়েছে গত রোববার। এর মাধ্যমে এখন মোবাইল আর্থিক সেবা প্রদানকারীদের মধ্যে লেনদেন করা যাবে,' বলেন তিনি।

কর্মশালায় গ্রাহকদের ঋণ ও সঞ্চয় সংক্রান্ত সেবা প্রক্রিয়া সহজ করতে এমআরএর ৪টি ই-সেবা চালু করেন গভর্নর। এগুলো হলো-এমআরএ তথ্য, ই-ক্লিপিং, ই-আর্কাইভিং এবং এমআরএ লাইব্রেরি অটোমেশন।

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ; এ সময় আরও উপস্থিত ছিলেন এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ এবং এমআরএ পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন।

Comments

The Daily Star  | English

Yunus urges patience, promises polls roadmap soon after electoral reforms

He said the election train has started its journey and will not stop

26m ago