বাজেট সহায়তায় বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দেবে জাপান। আজ সোমবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা বলেছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'বাজেট সহায়তা দেওয়ার বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশের প্রস্তাবের ভিত্তিতে এটা নিয়ে আলোচনা চলছে।'

বাজেটের ঘাটতি অর্থায়ন মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে থাকে। বৈদেশিক উৎস থেকে নেওয়া ঋণ সরকার প্রয়োজন অনুযায়ী যেকোনো খাতে খরচ করতে পারে। এ ধরনের ঋণকে বাজেট সহায়তা বলা হয়।

 

Comments

The Daily Star  | English

Drug sales growth slows amid high inflation

Sales growth of drugs slowed down in fiscal year 2023-24 ending last June, which could be an effect of high inflationary pressure prevailing in the country over the last two years.

17h ago