ডলারের মূল্য বৈষম্যে বিএফএফইএ’র উদ্বেগ

ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা'র যৌথ বৈঠকে দেশে আসা রেমিটেন্সের ক্ষেত্রে ডলারের বিনিময় হার ১০৮ টাকা ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ৯৯ টাকা দর নির্ধারণ করায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)।
রয়টার্স ফাইল ফটো

ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা'র যৌথ বৈঠকে দেশে আসা রেমিটেন্সের ক্ষেত্রে ডলারের বিনিময় হার ১০৮ টাকা ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ৯৯ টাকা দর নির্ধারণ করায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)।

বিএফএফইএ প্রেসিডেন্ট মো. আমিন উল্লাহর ভাষ্য, ডলারের বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে অতিরিক্ত বৈষম্য করা হয়েছে। এক্ষেত্রে আগের মতো ১ টাকার পার্থক্য থাকতে পারত। এমন বৈষম্যের কারণে রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্থ হবেন। এতে তারা রপ্তানিতে নিরুৎসাহিত হবেন এবং এর ফলে রপ্তানি কমে যেতে পারে। পাশাপাশি এ কারণে আন্ডার ইনভয়েসিংয়ের (পণ্যের মূল্য কম ধরা) প্রবণতাও বেড়ে যেতে পারে।

আমিন উল্লাহ বলেন, 'ব্যাংকগুলো আমদানিতে ডলার প্রতি ১০৪ টাকা থেকে ১০৬ টাকা পর্যন্ত মূল্য নিচ্ছে। যদিও নীতি নির্ধারকরা এর আগে ডলার ক্রয়-বিক্রয়ের পার্থক্য ১ টাকা রাখার প্রস্তাব করেছিলেন।'

এ অবস্থায় বিএফএফইএ প্রেসিডেন্ট অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কর্তক ডলারের দাম নির্ধারণের অনুরোধ জানিয়েছেন।

Comments