ডলার কেনাবেচায় ১.৫ টাকার বেশি লাভ নয়: বাংলাদেশ ব্যাংক

মার্কিন ডলার কেনাবেচায় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর মুনাফা সর্বোচ্চ দেড় টাকা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অর্থাৎ, এখন কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ১১০ টাকায় ডলার কিনলে তা সর্বোচ্চ ১১১ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে পারবে।

ঢাকায় আজ বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের সভাপতিত্বে এই বৈঠক হয়।

এখন থেকে মানি এক্সচেঞ্জগুলো ভ্রমণকারী বা সাধারণ মানুষের কাছ থেকে ডলার কেনার সময় ব্যাংকের চেয়ে ১ টাকা বেশি দিতে পারবে।

নিম্ন রপ্তানি আয় ও রেমিট্যান্সের বিপরীতে উচ্চ আমদানি ব্যয়ের কারণে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ব্যাংকের ডলার রিজার্ভ কমেছে। ডলার বাঁচাতে সরকারের একগুচ্ছ ব্যবস্থা নেওয়ায় বাজারে ডলার সংকট তৈরি হয়েছে। এক পর্যায়ে খোলা বাজারে ডলারের দাম ১২০ টাকা পর্যন্ত উঠে যায়। এই পরিস্থিতিতে এক শ্রেণির অসাধু ব্যক্তি ডলার মজুদ করে খোলা বাজারে সংকট আরও বাড়িয়ে তুলছে বলে অভিযোগ উঠে।

এর পরিপ্রেক্ষিতে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একাধিক দল ঢাকায় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করে। ডলারের মূল্য নিয়ে কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ৫টি মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল ও ৪২টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

খোলা বাজারে আজ প্রতি ডলার বিক্রি হয়েছে ১০৯ টাকায়। এক দিন আগেও এর দর ছিল ১১১ টাকা।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago