পতেঙ্গা কনটেইনার টার্মিনালের কার্যক্রম শুরু

পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
চট্টগ্রাম বন্দরের নতুন পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: রাজীব রায়হান/স্টার

রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশের পরিচালনায় চট্টগ্রাম বন্দরের নতুন পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

গতকাল সোমবার পিসিটির চার জেটির একটিতে কনটেইনার জাহাজ 'মায়ের্স্ক দাভাও' নোঙরের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

দেশে এই প্রথম কোনো বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হলো।

আরএসজিটি বাংলাদেশ হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় বন্দর জেদ্দার টার্মিনাল পরিষেবা পরিচালনকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনালের সহযোগী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের (আরএসজিটিআই) সহযোগী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি আগামী ২২ বছর পতেঙ্গা টার্মিনালের পরিচালনার দায়িত্বে থাকবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) কাজ করবে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে।

চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৯০ শতাংশ আমদানি-রপ্তানি হয়ে থাকে।

প্রায় ৩২ একর জমির ওপর নির্মিত পতেঙ্গা টার্মিনালের তিনটি ২০০ মিটার জেটি ও একটি ২২০ মিটার ডলফিন জেটি কর্ণফুলীর মোহনার কাছে হওয়ায় অল্প সময়েই এখানে জাহাজ ভেড়ানো যাবে।

১০ থেকে ১১ মিটার ড্রাফটের তিনটি জাহাজ টার্মিনালে একসঙ্গে নোঙর করতে পারবে। এর বার্ষিক ধারণক্ষমতা পাঁচ লাখ টিইইউ (২০ ফুট ইউনিট) কনটেনার।

প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার হোল্ডিং কোম্পানির গত বছর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, যন্ত্রপাতি স্থাপনের জন্য তারা প্রায় ১৭ কোটি ডলার বিনিয়োগ করবে।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা—চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি ক্রমাগত বাড়তে থাকায় এই টার্মিনালের মাধ্যমে বার্ষিক প্রবৃদ্ধি সাত শতাংশ বাড়ানো যাবে।

স্ক্যানার না বসানো পর্যন্ত আমদানি করা সব কনটেইনার কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় পরীক্ষা করার শর্তে গত ৪ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কার্যক্রম শুরুর অনুমোদন দেয়।

গতকাল বিকেলে পিসিটিতে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল ও আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এরউইন হাজে।

অনুষ্ঠানে রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, 'এটি চট্টগ্রাম বন্দরের জন্য তাৎপর্যপূর্ণ কারণ একটি সুপরিচিত বিদেশি টার্মিনাল অপারেটর প্রথমবারের মতো দেশে কাজ করছে।'

'এই উদ্যোগটি আরও কর্মসংস্থান সৃষ্টি করবে' উল্লেখ করে তিনি জানান, আধুনিক সরঞ্জাম আনা হয়েছে। টার্মিনালের জন্য আরও সরঞ্জাম আসবে।

আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এরউইন হাজে বলেন, 'আমরা সবার জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ আগামীর দিকে একসঙ্গে এগিয়ে যাব।'

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

50m ago