বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল কাস্টমস হাউসে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টমস হাউসে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পরে ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। ভারতের পেট্রাপোল কাস্টমসের পক্ষ থেকেও বেনাপোল কাস্টমসকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবীর।

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আবদুল হাকিম, বেনাপোল বন্দরের পরিচালক আ. জলিল ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান।

কাস্টমস ও বন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সেমিনারে অংশ নেন।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মো. শাফায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতি বছরই বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করি। করোনা মহামারির ক্ষতি বিবেচনায় এ বছরও সীমিত আকারে দিবসটি পালন করা হচ্ছে।' 

Comments

The Daily Star  | English

Extortion will no longer be tolerated: DMP chief

He urged rickshaw drivers to provide the names of the extortionists and promised strict action

8m ago