চট্টগ্রাম ইপিজেডে আজও বিক্ষোভ করছেন প্যাসিফিক জিন্সের শ্রমিকরা
চট্টগ্রাম রপতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) প্যাসিফিক জিন্স গ্রুপের বিভিন্ন ইউনিটের শ্রমিকরা কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন। শ্রমিকদের দাবির মধ্যে জোরপূর্বক পদত্যাগ ও বদলির বাতিল এবং কিছু ব্যবস্থাপনা পদে পরিবর্তন করা।
আজ রোববার সকাল সাড়ে ৮টায় আন্দোলনকারীরা ব্যবসায়ী গ্রুপটির ছয়টি ইউনিটের প্রবেশ গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।
তারা সিইপিজেডের প্রধান প্রবেশপথ বন্ধ করে দিলেও প্রায় দেড় ঘণ্টা পর আবার খুলে দেওয়া হয়।
চট্টগ্রাম শিল্প পুলিশ-৩ এর অতিরিক্ত ডিআইজি ও এসপি মোহাম্মদ সোলায়মান দ্য ডেইলি স্টারকে বলেন, ব্যবসায়ী গ্রুপের শ্রমিকরা গতকালের দাবিগুলো নিয়ে আজ আবার বিক্ষোভ শুরু করেছেন।
এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার জন্য প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা দলের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেছেন বলে জানান তিনি।
প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গতকাল সন্ধ্যায় শ্রমিকদের বাধ্যতামূলক পদত্যাগ ও আন্ত-ইউনিট বদলিসহ দুটি দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।
সিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, 'গ্রুপটি ইতোমধ্যে শ্রমিকদের দুটি দাবি পূরণ করেছে এবং শ্রমিকদের দাবি অনুযায়ী জোরপূর্বক পদত্যাগ ও অন্য ইউনিটে বদলি বন্ধ করার আশ্বাস দিয়েছে।'
তিনি আরও বলেন, 'আজ শ্রমিকরা ব্যবস্থাপনার কিছু পদ পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করছেন।'
Comments