শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার ৩০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

সড়কে শ্রমিকদের অবস্থান। ছবি: সংগৃহীত

পোশাক কারখানায় সমানুপাতিক হারে নারী-পুরুষের নিয়োগসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের বিক্ষোভের মুখে ঢাকার আশুলিয়ায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার সকাল থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের দুই পাশে অবস্থিত বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেন তারা। এক পর্যায়ে কেউ কেউ কারখানার দিকে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

এমন পরিস্থিতিতে অন্তত ৩০টি কারখানার কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভের এক পর্যায়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ব্যারিকেড তুলে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হলেও আশুলিয়ার ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা সড়কটি এখনো বন্ধ আছে।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ শ্রমিকরা আন্দোলন করছেন চাকরির দাবিতে। এছাড়া পোশাক কারখানায় নারী-পুরুষের সমানুপাতিক হারে নিয়োগের দাবিসহ আরও কয়েকটি দাবি আছে তাদের।'

সারোয়ার আলম আরও বলেন, 'আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধমুক্ত করতে পেরেছি। কিন্তু ডিইপিজেডের সামনে এখনো অবরোধ আছে। এ অবস্থায় হামীম গ্রুপ, শারমীন গ্রুপসহ অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।'

 

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago