৫ ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর নির্দেশ

স্টার অনলাইন গ্রাফিক্স

পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) তিন মাসের ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংক এবং পাঁচটি ব্যাংকের চেয়ারম্যানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকগুলো হলো- সোশ্যাল ইসলামি ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সভায় সভাপতিত্ব করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ব্যাংকের ফরেনসিক অডিটের জন্য নিরীক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠাতে বলা হয়েছে।

এর আগে, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

Musk keen on launching Starlink in Bangladesh

Elon Musk, head of the US Department of Government Efficiency, yesterday said he is looking forward to launching Starlink in Bangladesh

59m ago