ব্যাংক থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলা যাবে

অর্থনৈতিক অগ্রাধিকার
অলঙ্করণ: স্টার ডিজিটাল গ্রাফিক্স

চলতি সপ্তাহে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের সপ্তাহে ছিল চার লাখ টাকা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় গত তিন সপ্তাহ ধরে টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক।

শুরুতে এক লাখ টাকার বেশি উত্তোলনের করা যাবে না বলে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

এর আগে, কেন্দ্রীয় ব্যাংক চেকের মাধ্যমে লেনদেনের ওপর নজরদারি ও সন্দেহজনক লেনদেন আটকানোর নির্দেশ দিয়েছিল।

Comments

The Daily Star  | English

Media freedom may turn into empty promise: TIB

The graft watchdog voices serious concerns over the state of press freedom in the country

37m ago