একই পরিবার থেকে ব্যাংকের পরিচালক ৩ জনে নামিয়ে আনার নির্দেশ

ডলারের বিপরীতে টাকার দর

ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০২৩ অনুযায়ী, একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা ৩ জনে নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর সংশোধনী অনুযায়ী একই সময়ে একটি ব্যাংকের পরিচালনা বোর্ডে একই পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্য বসতে পারবেন। কিন্তু, ২০১৮ সালে আইনটিতে পরিবর্তন আনা হয়।

এরপর চলতি বছরের ২১ জুন জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনে বলা হয়েছে, একক পরিবারের পরিচালকের সংখ্যা ৩ জনের বেশি হতে পারবে না।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মেনে চলতে একই পরিবারের ৩ জনের বেশি বোর্ডে থাকলে কাউকে পদত্যাগ করতে হলে সংশ্লিষ্ট পরিচালকদের পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে হবে। যদি তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে পরিচালক বেছে নিতে বোর্ড মিটিংয়ে লটারির আয়োজন করতে হবে।

Comments

The Daily Star  | English

Second Touhid-Jaishankar meeting on the cards

Bangladesh Foreign Adviser Touhid Hossain and Indian External Affairs Minister S Jaishankar may meet in Oman, on the sidelines of the Indian Ocean Conference, scheduled for February 16-17

38m ago