২০২৩ সালে ব্যাংকে ছুটি ২৪ দিন

bangladesh_bank.jpg
বাংলাদেশ ব্যাংক। স্টার ফাইল ফটো

সাপ্তাহিক ছুটির দুই দিন ছাড়া ২০২৩ সালে বাংলাদেশের ব্যাংকাররা ২৪ দিন ছুটি ভোগ করবেন। বাংলাদেশ ব্যাংকের আজ এক সার্কুলারে এই ছুটির ঘোষণা দিয়েছে।

ব্যাংকাররা প্রথম ছুটি পাবেন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ব্যাংকাররা একদিন বাড়তি ছুটি ভোগ করবেন। সব মিলিয়ে মোট ২৪ দিন ছুটি থাকবে ব্যাংকে।

শবে বরাত, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ ১০ দিনের ধর্মীয় ছুটি চাঁদের ওপর নির্ভর করবে।

এর আগে সরকারি চাকরিজীবীদের জন্য সরকার ২২ দিন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ ছুটির দিনগুলোর ৮ দিনই পড়বে সাপ্তাহিক বন্ধের দিনে।

Comments

The Daily Star  | English

Dhaka to pursue extradition of Hasina, Prof Yunus tells The Hindu

Bangladesh will pursue the extradition of ousted Prime Minister Sheikh Hasina from India, Chief Adviser Professor Muhammad Yunus told The Hindu

50m ago