এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে শ্রীলঙ্কার সঙ্গে লেনদেন নয়: বাংলাদেশ ব্যাংক
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (এসিইউ) ব্যবহার করে শ্রীলঙ্কার সঙ্গে লেনদেন না করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে এসিইউ মেকানিজম থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকার সিদ্ধান্ত নিয়েছে।
এসিইউ এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলি আন্তঃআঞ্চলিক আমদানি দায় পরিশোধ করে থাকে। তেহরানে প্রতিষ্ঠানটির সদরদপ্তর। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এর সদস্য। প্রতি দুই মাস অন্তর এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক পরস্পর আমদানি বিল পরিশোধ করে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এসিইউ মেকানিজম ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকগুলো আমদানি ও রপ্তানির অর্থ লেনদেন করে। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে দেশটির ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের লেনদেন করা কঠিন হবে।
তবে, বাংলাদেশের কোনো ব্যাংক চাইলে এসিইউকে এড়িয়ে শ্রীলঙ্কার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারে।
Comments