ডেঙ্গু মড়কের দিনরাত্রি
হাসপাতালের বিছানায় শুয়ে থেকে থেকে ক্লান্ত ৫ বছরের শিশু মাঈশার দিনরাত আর কাটতে চায় না।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ দিন আগে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে মাঈশা। অসুস্থতার সঙ্গে হাসপাতালের বিষন্ন পরিবেশ আরও বিপন্ন করে তুলেছে শিশুটির কচি মন।
এমন পরিস্থিতিতে বাড়ি ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে উদগ্রীব এই শিশুটিকে সান্ত্বনা দেওয়া কোনো ভাষা পাচ্ছিলেন না তার বাবা। তাই বুঝি অভিমানভরে বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে।
চলতি বছর বাংলাদেশে রীতিমতো মহামারিতে রূপ পাওয়া ডেঙ্গুজ্বরে আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুসারে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন। এর আগে শনিবার এক দিনে ২১ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৩৪ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩২০ জন। এর মধ্যে ঢাকার রোগী ৬০ হাজার ৪৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিসি) সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, ডেঙ্গুতে এ বছর বাংলাদেশের চেয়ে শুধু ব্রাজিলেই বেশি মৃত্যু হয়েছে। দেশটিতে ৯১২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
তবে তথ্য পর্যালোচনায় বাংলাদেশের চেয়ে বেশি মৃত্যুহার আর কোনো দেশে দেখা যাচ্ছে না।
বর্তমানে ডেঙ্গু রোগীর ভিড়ে ঢাকার হাসপাতালগুলোর মেঝেতেও আর বিছানা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না। প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান স্বজনদের আহাজারিতে ভরে উঠেছে টেলিভিশনের পর্দা আর সংবাদপত্রের পাতা।
গতকাল রোববার ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী রাশেদ সুমন।
Comments